এবার দুই গোল করে সঙ্গে এক গোল করালেন মেসি

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

এবার দুই গোল করে সঙ্গে এক গোল করালেন মেসি

স্পোর্টস ডেস্ক :

 

নতুন মৌসুম শুরুর আগে টানা ১১ ম্যাচে জয় ছিল না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির। জয়ের কথা ভুলে যেতে থাকা দলটি লিওনেল মেসিকে পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা দুই ম্যাচে তুলেছে জয়। প্রথমটিতে শেষ মুহূর্তের নাটকীয় গোলের পর দ্বিতীয় ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছেন মেসি। অধিনায়কের আর্মব্যান্ড পরে এদিন শুরুর একাদশে নেমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মহাতারকা। নিজে করেছেন দুই গোল, করিয়েছেন একটি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বুধবার ভোরে লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নেমেছিল ইন্টার মিয়ামি। ৪-০ গোলের জয় তুলেছে মেসির দল। আর্জেন্টাইন অধিনায়কের দুই গোলের সঙ্গে আরেক ফরোয়ার্ড রবার্ট টেলরও করেছেন দুটি গোল।

অভিষেক ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি হয়ে নামলেও দ্বিতীয় ম্যাচে মেসি ছিলেন শুরু থেকে। আনুষ্ঠানিকভাবে তার কাঁধে উঠেছে ক্লাবের অধিনায়কত্ব। শুরুর একাদশে ছিলেন আগের ম্যাচে বদলি নামা অভিজ্ঞ সার্জিও বুসকেটসও।

ম্যাচের আট মিনিটে লিড এনে দেন মেসি। শুরুতে লিড পেয়ে আক্রমণের ধার বাড়ে মিয়ামির। ব্যতিব্যস্ত করে রাখে আটলান্টার রক্ষণকে। ২২ মিনিটে ধরা দেয় দ্বিতীয় সাফল্য। দ্বিতীয় গোলটিও করেন বিশ্বজয়ী মেসি।

মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচির থেকে বল পেয়ে ম্যাচের ৪৪ মিনিটে ৩-০ করেন আরেক ফরোয়ার্ড রবার্ট টেলর। এরপর মধ্যবিরতিতে যান মেসি-বুসকেটস-টেলর।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৩ মিনিটে এক হালি গোল পূর্ণ করেন টেলর। এবার মেসির থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি টেলর। ম্যাচের ৭৮ মিনিটে অবশ্য মেসিকে উঠিয়ে নেন আর্জেন্টাইন কোচ মার্টিনো। চার মিনিট পর টেলরকেও উঠিয়ে নেন কোচ।

ম্যাচের ৮৪ মিনিটে নিজেদের বক্সে প্রতিপক্ষ খেলোয়াড়কে টেনে ফেলে দিলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিয়ামির ক্রিস্টফার ম্যাকভি। সেখানে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন থিয়াগো আলমাদা। তার শট আটকে দেন মিয়ামি গোলরক্ষক। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

 R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares