মুক্তির ৪ মাস আগে কারাগার থেকে পালিয়ে ৪০ বছরের জেল

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

মুক্তির ৪ মাস আগে কারাগার থেকে পালিয়ে ৪০ বছরের জেল

 আন্তর্জাতিক ডেস্ক :

জেল থেকে মুক্তির ৪ মাস আগে পালিয়ে যাওয়ায় ৪০ বছরের জন্য আবারো কারাভোগের শাস্তি পেয়েছেন ২১ বছর বয়সী এক মার্কিন ব্যক্তি।

এনডিটিভি জানিয়েছে, শুনেকন্ড্রিক হাফম্যান ২০২২ সালের আগস্টে সেন্ট্রাল মিসিসিপি সংশোধনাগার থেকে পালিয়ে গিয়ে কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নেয়। এরপর বাসায় থাকা তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

খোঁজাখুজির পর কারাগার থেকে ৩ দশমিক ২ কিলোমিটার দূরে মিসিসিপি স্টেট হাসপাতালের একটি ডাস্টবিনের মধ্যে তাকে খুঁজে পায় পুলিশ। পরে অপহরণের অভিযোগে একটি সার্কিট আদালতের বিচারক তাকে ৪০ বছরের কারাদণ্ড প্রদান করে।

তাকে এর আগে লাঞ্ছনার অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ২০২২ এর ডিসেম্বরে তার সাজা শেষ হওয়ার কথা ছিল। মুক্তির কয়েক মাস আগে কেন তিনি পালানোর চেষ্টা করেছিলেন তা স্পষ্ট নয়।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares