রাশিয়ার পূর্বাঞ্চল থেকে সরিয়ে নেয়া হলো দুই হাজার বাসিন্দাকে

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

রাশিয়ার পূর্বাঞ্চল থেকে সরিয়ে নেয়া হলো দুই হাজার বাসিন্দাকে

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকা থেকে দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ক্রান্তীয় ঝড় ‘খানুন’ এর প্রভাবে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।

দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, রাশিয়ার দূর প্রিমোরি (অঞ্চল) থেকে ৪০৫ শিশুসহ দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

চীন ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী প্রিমোরি অঞ্চলের প্রায় পাঁচ হাজার ভবন প্লাবিত হয়েছে। উদ্ধারকারীরা এই অঞ্চলে ১৩টি অস্থায়ী আবাসন কেন্দ্র স্থাপন করেছে।

এদিকে প্রিমোরির দ্বিতীয় বৃহত্তম শহর উসুরিয়স্কের বন্যা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।

চলতি সপ্তাহের শুরুতে কোরীয় উপদ্বীপের দিকে বৃত্তাকার পথ নেওয়ার আগে জাপানে আঘাত হানে ঘূর্ণিঝড় খানুন।

একই কারণে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত জাম্বোরি ক্যাম্প থেকে কয়েক হাজার স্কাউটকে সরিয়ে নেয়া হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares