ইরানের শাহ চেরাগ মাজারে ভয়াবহ বন্দুক হামলা

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

ইরানের শাহ চেরাগ মাজারে ভয়াবহ বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের একটি মাজারে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত এবং ৮ জন গুরুতরভাবে আহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গতকাল (১৩ আগস্ট) রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় একজন বন্দুকধারী শাহ চেরাগ মাজারের দক্ষিণ গেট দিয়ে সেখানে প্রবেশ করে চারজনকে গুলি এবং একজনকে হত্যা করে।

বন্দুকধারীর কাছে একটি অ্যাসল্ট রাইফেল এবং ২৪০টি গুলিসহ আটটি ম্যাগাজিন ছিল। পরে ঘটনাস্থল থেকে ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, লোকজন আতঙ্কে মাজারের বাইরে দৌড়াচ্ছে এবং তাদের দোকান বন্ধ করছে। এছাড়াও মাজারের দেয়াল ও জানালায় বুলেটের গর্ত এবং মাটিতে রক্ত দেখা গেছে।

এর আগে ২৬ অক্টোবর ২০২২ সালে ইরানের ফারস প্রদেশে অবস্থিত এবং শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মাজারটিতে একই ধরনের হামলার ঘটনায় ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares