ফেসবুক মানুষের নিরাপত্তার চেয়ে বেশি মুনাফাকে প্রাধান্য দেয়: জাস্টিন ট্রুডো

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

ফেসবুক মানুষের নিরাপত্তার চেয়ে বেশি মুনাফাকে প্রাধান্য দেয়: জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক :

বিধ্বংসী দাবানলে পুড়ছে কানাডা। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সমালোচনা করলেন ফেসবুকের। তিনি এই সংকটাপন্ন অবস্থায় ফেসবুকে দাবানল সংক্রান্ত সংবাদ প্রকাশ করার ওপর নিষেধাজ্ঞা দেয়ায় ফেসবুকের সমালোচনা করেন। তিনি বলেছেন, ফেসবুক মানুষের নিরাপত্তার চেয়ে মুনাফাকে প্রাধান্য দেয়।

বিবিসি জানিয়েছে, এই বিষয়ে উদ্ধারকারীরা বলেছেন, নিষেধাজ্ঞা কারণে তারা গুরুত্বপূর্ণ অনেক সংবাদ সম্পর্কে জনগণকে জানাতে পারছে না। সোমবার একটি টেলিভিশন সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী বলেন, মেটার পদক্ষেপগুলো অকল্পনীয়।

ফেসবুক মূলত কানাডার আইনের জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। কানাডার ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের এক আইন করা হয়েছে যেখানে বলা হয়েছে ফেসবুককে তার আয়ের একটি অংশ স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। কানাডার পার্লামেন্টে আইনটি পাশ হওয়ার পর চলতি মাস থেকেই দেশটির ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছে মেটা।

এইদিকে ফেসবুকের মালিক কোম্পানি মেটা এই আইনকে ‘মৌলিকভাবে ত্রুটিপূর্ণ’ বলেছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares