তাজিকিস্তানে ভূমিধসে ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

তাজিকিস্তানে ভূমিধসে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

তাজিকিস্তানের রাষ্ট্রপতি ইমোমালি রহমানের কার্যালয়ের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, রোববার ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির বেশ কিছু জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে ১৩ জন মারা গেছেন। এদের ১১ জন ভাহদাত এবং ২ জন রুদাকি জেলার।

দেশটির জরুরি মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, দুশানবের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কিছু স্থানে পাথর ও ভূমিধসের ঘটনা ঘটেছে। আরও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি।

সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ তাজিকিস্তানে প্রায়শই প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares