আবারও মন্দার শঙ্কা জার্মানি

প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

আবারও মন্দার শঙ্কা জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক :

দ্বিতীয় বিশ্বযুদ্ধে একপ্রকার ধসে পড়া অর্থনীতি নিয়ে নতুন পথে যাত্রা শুরু করেছিলো জার্মানি। দানিয়ুব তীরের দেশটি ৭৮ বছরে ঘুরে দাঁড়িয়েছিলে, অর্জন করেছিলো ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতির মুকুটও। তবে, সেই যুদ্ধের কাছে আবারো হার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে টালমাটাল হয়ে অর্থনীতির সে মুকুট গড়িয়ে ধূলোয় গড়াগড়ির দ্বারপ্রান্তে বার্লিন।

মহামারী পরবর্তী সময়ে অর্থনীতিকে আগের অবস্থানে ফেরাতে নানা যজ্ঞ চালিয়েও পাওয়া যায়নি সুফল। সাথে আবারো হাজির যুদ্ধ। এর প্রভাবে রাশিয়ার গ্যাসের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় নাস্তানাবুদ হয়ে যায় বার্লিন। স্থবির বৈশ্বিক প্রবৃদ্ধি, উচ্চ ঋণ-সুদের হার, ক্রমাগত বাড়তে থাকা মূল্যস্ফীতি ও মুদ্রানীতির কঠোরতা, দেশটির ভোক্তাদের ক্রয়ক্ষমতাকে তলানিতে নিয়ে ঠেকায়। ফলে ২০২২ এর শেষ প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে শূন্য দশমিক ৪ শতাংশ। ২০২৩ এর প্রথম প্রান্তিকেও কমে শূন্য দশমিক ১ শতাংশ। পরপর, দুইটি প্রান্তিকে প্রবৃদ্ধি কমায়, মন্দায় পড়ে জার্মানির অর্থনীতি।

তবে, মন্দার চাপ থেকে বেরুতে পারেনি দেশটি। দ্বিতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। তৃতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধি কমবে শূন্য দশমিক ২ শতাংশ, এমনই আভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। জুলাই মাসের হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতি এখনও ৬ দশমিক দুই শূন্য শতাংশ। প্রথম প্রান্তিকের তুলনায় ক্রয়ক্ষমতা বাড়েনি একটুও। কিন্তু বেড়েছে সরকারের খরচ। কমেছে রপ্তানিও। এসব হিসাব-নিকাশ নিয়ে দ্বিতীয় মন্দার আভাস সবদিকে।

জার্মানে মন্দার পুনরাবৃত্তি, ইউরোপের অন্য দেশগুলোর জন্য অশনিসংকেত তাতে কোন সন্দেহ নেই। তবে ইউরোপের জন্য এই সংকেত নতুন জোট গঠন, টেকসই পন্থা খোঁজার নতুন সুযোগ হতে পারে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares