জি-২০ এর পরবর্তী সম্মেলনের সভাপতি ব্রাজিল

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

জি-২০ এর পরবর্তী সম্মেলনের সভাপতি ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক :

দিল্লিতে শেষ হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনের সমাপনী বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার হাতে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব তুলে দেন।

ডয়েচ ভেলে জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে জি-২০ এর সভাপতির দায়িত্ব হস্তান্তর করলেও মোদি জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত ভারতই জি-২০ এর সভাপতি থাকবে। এ সময়ের মধ্যে একটি ভার্চুয়াল শীর্ষ বৈঠক করার প্রস্তাব দেন মোদি। পরবর্তীতে তা গৃহীত হয়। আসন্ন ওই বৈঠকে এই শীর্ষ সম্মেলনের পর্যালোচনা করা হবে।

নতুন সভাপতির দায়িত্ব পাওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা এখনও এমন একটা সময়ে বাস করি, যেখানে লাখ লাখ মানুষ ক্ষুধার্ত থাকে। যেখানে স্থায়ী উন্নয়নকে বিপদের মুখে পড়তে হয়। তবে আমরা এই সব সমস্যা মোকাবেলা করতে পারব, যদি আমরা আয় বৈষম্য, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, খাদ্য, লিঙ্গ, ও জাতিগত বৈষম্য দূর করতে পারি।

প্রসঙ্গত, প্রতি জি-২০ সম্মেলনের শেষেই নতুন আরেকটি সদস্য দেশের হাতে সভাপতির দায়িত্ব তুলে দেন সেই সময়ে সভাপতির দায়িত্ব পালন করা দেশ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares