ব্যর্থতা স্বীকার করলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

ব্যর্থতা স্বীকার করলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি।

গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম প্রকাশ্য কথা বললেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। ইসরায়েলে ফিলিস্তিনি বাহিনীর অনুপ্রবেশে ব্যর্থতা স্বীকার করলেন তিনি। দ্য টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দক্ষিণ ইসরায়েলে মিডিয়ার সামনে আইডিএফ প্রধান বলেন, ‘দেশ ও নাগরিকদের রক্ষার দায়িত্ব আইডিএফের। তবে সেটা সম্ভব হয়নি। বিষয়টি আমরা তদন্ত করবো। কিন্তু এখন সময় যুদ্ধের।’

গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি আনুমানিক ২০০ ইসরায়েলি ও বিদেশি সম্পর্কে তিনি বলেন, ‘হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে জিম্মিদের ফিরিয়ে দিতে ইসরায়েল যা যা করা সম্ভব করবে।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares