ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পুতিন

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েল নিষ্ঠুর হামলার শিকার হয়েছে, কিন্তু এর জবাবে সে গাজায় নিষ্ঠুর হামলাই চালাচ্ছে। শুক্রবার (১৩ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন। খবর রয়টার্সের

সাংবাদিকদের পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের সংকট রাশিয়া ব্যক্ত করতে পেরেছে। যেখানে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েল ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে।

কিরিগিস্তানের রাজধানী বিশকেক পরিদর্শনে গিয়ে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল অত্যন্ত নিষ্ঠুরভাবে গাজায় হামলা চালাচ্ছে।

পুতিন বলেন, গাজায় হামলার পর যুক্তরাষ্ট্র এমন ভূমিকা নিয়েছে যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জার্মান নাৎসি সোভিয়েতের বিরুদ্ধে নিয়েছিল।

রুশি প্রেসিডেন্ট বলেন, গাজায় হামলা চালোনো আমার কাছে অপ্রত্যাশিত মনে হচ্ছে। কারণ সেখান বসবাসরত ২ লাখ মানুষ হামাসকে সমর্থন করে।

এ সংকট সমাধানে উভয় পক্ষকে আলোচনার আহ্বান জানিয়ে পুতিন বলেন, উভয় পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপনে প্রয়োজনে রাশিয়া সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, গাজায় স্থল অভিযান চালানো অগ্রহণযোগ্য। কারণে সেখানে বহু মানুষ বসবাস করছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares