রাশিয়াকে সামরিক সরঞ্জাম দিচ্ছে উত্তর কোরিয়া: অভিযোগ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

রাশিয়াকে সামরিক সরঞ্জাম দিচ্ছে উত্তর কোরিয়া: অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়া সামরিক সরঞ্জাম দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়াকে ১ হাজার কন্টেইনার সামরিক সরঞ্জাম দিয়েছে পিয়ংইয়ং এমনই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। খবর বিবিসি

তবে উত্তর কোরিয়া বলছে, তারা নাজিরে ৩০০ কন্টেইনার পরিবহনের জন্য একত্রি করেছে এবং এসবের ছবিও তারা প্রকাশ করেছে।

গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া ভ্রমণ করেন। সে সময় তিনি রাশিয়ার সঙ্গে সামরিক সহায়তার বিষয়ে কথা বলেন।

ইউক্রেনে হামলার ফলে আর্টিলাটি এবং ক্ষেপণাস্ত্র স্বল্পতায় ভুগছে মস্কো। এমন পরিস্থিতিতে তারা মিত্র দেশের কাছ থেকে এই ঘাটতি পূরণের চেষ্টা করছে।

বিশ্লেষকরা বলছেন, কিম জং উন অনেক অস্ত্র মজুদ রেখেছে। কিন্তু পর্যাপ্ত সম্পদের অভাবে তারা এগুলো অন্যদের কাছে তুলে নাও দিতে পারে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে, তারা উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের বিষয়ে তথ্য পেয়েছে। গত ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এসব অস্ত্র রাশিয়ায় পাঠানো হয়।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জন কিরবি বলেন, সাগর এবং রেলপথ ব্যবহার করে এসব সামরিক সরঞ্জাম রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে পাঠানো হয়েছে। যা ইউক্রেন সীমান্ত থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহের জন্য অভিযুক্ত করে আসছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares