ইসরায়েলের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করলো সৌদি আরব

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

ইসরায়েলের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকা থেকে জোর করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শনিবার (২১ অক্টোবর) মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা বলেন। খবর আল আরাবিয়া ।
তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা সত্যিই হৃদয় বিদারক। এ সময় তিনি দ্রুতই যুদ্ধ বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি গাজায় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বন্ধের কথা বলেন।

সম্মেলনে তিনি উভয় পক্ষকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

প্রিন্স ফয়সাল বলেন, দ্রুতই সময়ের মধ্যেই গাজায় মানবিক সহায়তা পৌঁছতে হবে। সৌদি আরব ফিলিস্তিনের অধিকার রক্ষায় সব সময়ই পাশে আছে।

মিশরের কায়রোতে এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন গাজায় ইসরায়েল স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares