সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ হোসেনের ৭ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ হোসেনের ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মেয়েকে এক সাক্ষাৎকারে তার বাবার নিষিদ্ধ ‘বাথ পার্টি’র “প্রচার করার জন্য সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর দলটিকে বিলুপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

রায় অনুসারে, ইরাকে কেউ যদি ক্ষমতাচ্যুত সাদ্দাম সরকারের ছবি প্রচার করে বা স্লোগান দেয় তবে তাদেরকে বিচারের মুখোমুখি করা হতে পারে। অবশ্য ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা রায়ে উল্লেখ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে ২০২১ সালে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচার করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই সময় রাঘাদ ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অনেকে আমাকে বলেছে, সাদ্দাম হোসেনের শাসনামল আমাদের জন্য সত্যিই গৌরবের, গর্বের সময় ছিল সেটি। অবশ্যই, সেসময় ইরাক স্থিতিশীল এবং অনেক সমৃদ্ধ দেশ ছিল।

রাঘাদ সাদ্দাম হোসেন বর্তমানে তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় এবং কুসে ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন।
R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares