অবসরের পর ৩ বছর পর্যন্ত নির্বাচনের দুয়ার বন্ধই থাকল সরকারি কর্মকর্তাদের

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

অবসরের পর ৩ বছর পর্যন্ত নির্বাচনের দুয়ার বন্ধই থাকল সরকারি কর্মকর্তাদের

অনলাইন ডেস্ক:

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিধান প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন।

এর ফলে সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের পর তিন বছর পার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ বন্ধই থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত বুধবার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, তানিয়া আমীর ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১২(১) চ ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এই বিধান চ্যালেঞ্জ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামালসহ কয়েকজন হাইকোর্টে রিট করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares