জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নোভা মিডিয়া সিলেট:

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধা শূন্য করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল গণহারে। আজকের এই দিনটি বাঙালী জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন।

শহীদ বুদ্ধিজীবী দিবস (২০২৩) উপলক্ষে প্রতি বছরের মত এবারও চিকনাগুল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করেছে জৈন্তাপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায়,জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নের কহাইগড়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের গনকবরে শ্রদ্ধা নিবেদন এর সময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমাতুজ জোহরা সামিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস,চিকনাগুল পরিষদ ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ওসি( তদন্ত) আল আমিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নজরুল ইসলাম ,শহিদ পরিবারের সন্তান মাস্টার সেলাল আহমদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, সমাজসেবী মদরিছ আলী, যুবলীগ নেতা কামরান আহমেদ, আব্দুর রহিম প্রমূখ।

News/এস

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares