বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে : অধ্যাপক ডা.স্বপ্নীল

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে : অধ্যাপক ডা.স্বপ্নীল

নোভা মিডিয়া সিলেট:

কেমুসাস আয়োজিত বইমেলা পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে তিনি বইমেলায় গিয়ে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডা.স্বপ্নীল বলেন, বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। যত বেশি বই পড়া যাবে, তত বেশি জ্ঞান বৃদ্ধি পাবে। বইয়ের ভেতরে থাকে অজানা তথ্যের খাজানা। যখন আমরা বই পড়বো তখন বইটির ভিতরে থাকা নানা ধরনের তথ্যের সাথে পরিচিতি লাভ করতে পারব। হোক সেটি ফিকশন কিংবা ননফিকশন, বই-ই পারে একজন মানুুষকে যথার্থ জ্ঞানী বানাতে। আর জ্ঞান সবসময় একজন মানুষকে সমৃদ্ধ করে।

বইমেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য কেন্দ্রের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু,কেমুসাস বইমেলা উপ কমিটির আহবায়ক অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত,সাংবাদিক দিপন,কবি আব্দুল কাদির জীবন,
প্রমুখ।

News/এস

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares