বিমান ভূপাতিত করলো ইউক্রেন

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

বিমান ভূপাতিত করলো ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আজভ সাগরে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ও একটি উড়ন্ত কমান্ড পোস্ট ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে মস্কোর সামরিক অভিযান ক্ষতিগ্রস্ত হতে পারে। সোমবার (১৫ জানুয়ারি) ইউক্রেনীয় সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে ভ্যালেরি জালুঝনি বলেছেন, ইউক্রেনীয় বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ উড়োজাহাজ এ-৫০ এবং উড়ন্ত এয়ার কন্ট্রোল সেন্টার আইএল-২২ ভূপাতিত করেছে।

তিনি লিখেছেন, আজভ সাগরে বিমানবাহিনীর অভিযানের উপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য আমি কৃতজ্ঞ। রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয় দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য লিখিত অনুরোধে সাড়া দেয়নি।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares