শিল্পকলা সংস্কারে সৈয়দ জামিল আহমেদের ইশতেহার

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

শিল্পকলা সংস্কারে সৈয়দ জামিল আহমেদের ইশতেহার

বিনোদন ডেস্ক:

নন্দিত নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদান করেছেন। সেই সূত্রে আজ (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায়, জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে একাডেমি নিয়ে তার পর্যবেক্ষণ ও প্রতিশ্রুতির কথা বিস্তারিত জানান।
১২টি শিরোনামে তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইনের ফাঁক, সমাধানের রূপকল্প, কট্টরপন্থি বাধা, বৈশ্বিক সংযোগ বৃদ্ধি, অর্থনৈতিক মুক্তিসহ প্রায় সবটুকু। অনেকটা মহাপরিচালকের দায়িত্ব নিয়ে সেটি যথাযথ পালনের লক্ষ্যে ইশতেহার প্রকাশের মতো। ভোটের বাজারে যেটির উল্টো চিত্র দেখে আসছেন ভোটাররা! এবার সেই রীতিতে বদল এনে ড. সৈয়দ জামিল আহমেদ যেন আশার মশাল জ্বালিয়ে দিলেন অন্ধকার হয়ে আসা দেশের শিল্প-সংস্কৃতির দেয়ালে। সেই মশাল থেকে নিংড়ানো আলোর পুরোটাই তুলে ধরা হলো হুবহু-

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর ধারা ২ থেকে ধারা ১৩-এর ৩নং উপধারা পর্যন্ত কোথাও বস্তুত এই একাডেমি বলতে রাষ্ট্র কী মনে করে এবং এর ভিশন (রূপকল্প) কী তা স্পষ্ট হয় না।

এই আইনের ৪নং ধারা অনুযায়ী, ‘একাডেমির সাধারণ পরিচালনা ও প্রশাসন একটি পরিষদের উপর ন্যস্ত থাকিবে এবং পরিষদ সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কাজ করিতে পারিবে যাহা একাডেমি কর্তৃক প্রযুক্ত ও সম্পন্ন হইতে পারে।’

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares