ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ব্রুক

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ব্রুক

ডেস্ক রিপোর্ট:

ইংল্যান্ডের নেতৃত্ব পেলেন হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি। গত জুলাইয়ে পাওয়া পায়ের ইনজুরির কারণে গ্রীষ্মের বাকি সময়ে আর ফেরা হচ্ছে না নিয়মিত অধিনায়ক জস বাটলারের।

তিনি ছিটকে যাওয়ায় লিয়াম লিভিংস্টোনের কপাল খুলেছে। ৫০ ওভারের স্কোয়াড থেকে শুরুতে বাদ পড়লেও তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

লম্বা সময় ধরে ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে গড়ে তোলা হচ্ছে ব্রুককে। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্বে ছিলৈন তিনি। ২০২২ সালে টি-টোয়েন্টি ব্লাস্টে চার ম্যাচে ইয়র্কশায়ারের অধিনায়কের সহকারী ছিলেন। এই বছর দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সকে নেতৃত্ব দেন, ছয়টি শেষ হওয়া ম্যাচে তার দল জেতে পাঁচটি।

অল্পের জন্য নকআউট পর্বে ওঠা হয়নি নর্দার্নের।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ এ ইংল্যান্ডের টেস্ট সিরিজে অলি পোপের সহঅধিনায়ক ছিলেন ব্রুক।

টিম ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদে কাউকে নেতৃত্ব দেওয়ার উপায় খুঁজছে। চলমান টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের অধিনায়কত্ব করছেন ফিল সল্ট।

 

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares