ইউরোপের নতুন প্রতিরক্ষা প্রধান

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

ইউরোপের নতুন প্রতিরক্ষা প্রধান

লন্ডন অফিস:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করেছে। তবে অর্থের অভাব, দায়িত্বের রদবদল এবং নতুন প্রতিরক্ষা প্রধানের ভূমিকা সেনাবাহিনীর চেয়ে অস্ত্র নির্মাতাদের সঙ্গে বেশি জড়িত। এটি কার্যকর প্রতিরক্ষার পথে এগিয়ে যেতে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে।
রাশিয়ার আগ্রাসী নীতি, ইউক্রেনের দীর্ঘমেয়াদি যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের অস্থির প্রতিশ্রুতির প্রেক্ষাপটে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন নতুন একটি প্রতিরক্ষা কমিশনার পদ সৃষ্টি করেছেন। এই পদে নিযুক্ত করা হয়েছে লিথুয়ানিয়ার সাবেক প্রধানমন্ত্রী আন্দ্রিয়াস কুবিলিউসকে।

তবে কুবিলিউসের কাজ শুরু করার আগেই বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, এই পদটি ঠিকমতো সংজ্ঞায়িত নয় এবং এর জন্য প্রয়োজনীয় অর্থের অভাব রয়েছে। অনেকের মতে, এই নিয়োগটি এক ধরনের সংকেতের মতো, যা ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতার প্রতি আসলেই গুরুত্ব দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলে। ইইউ’র কোনও সেনাবাহিনী নেই। প্রতিরক্ষা মূলত ২৭টি সদস্য দেশের সমন্বিত দায়িত্ব। এসব দেশের মধ্যে ২৩টি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares