দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে বাইডেন-মোদির আলোচনা

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে বাইডেন-মোদির আলোচনা

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের এবারের সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, কোয়াড সম্মেলনে মোদির আলোচনার অন্যতম মূল বিষয় ছিল বাংলাদেশ। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।

কোয়াড নেতাদের আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ছিল কি-না জানতে চাইলে সাংবাদিকদের মিশ্রি বলেন, ‘এসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এটি একপক্ষ বা অন্যপক্ষের দ্বিপাক্ষিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্টও হতে পারে। তবে অঞ্চলের বাইরেও এর তাৎপর্য রয়েছে। আর এই প্রেক্ষাপটে কয়েকটি পরিস্থিতি আলোচনায় এসেছিল। এর মধ্যে বাংলাদেশ ছিল এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময়ও হয়েছে।’

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares