কঠিন শাস্তি পেল বার্সেলোনা, মাঠে নিষিদ্ধ সমর্থকেরাও

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

কঠিন শাস্তি পেল বার্সেলোনা, মাঠে নিষিদ্ধ সমর্থকেরাও

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সেই ম্যাচে তাদের সমর্থকেরা গ্যালারিতে ঘটায় অপ্রীতিকর ঘটনা। যেটি গড়িয়েছে উয়েফার আদালত পর্যন্ত। বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে বার্সার সমর্থকদের বিরুদ্ধে।

সমর্থকেরা দোষী সাব্যস্ত হওয়ায় ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। চ্যাম্পিয়নস লিগে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে ক্লাবটির সমর্থকদের নিষিদ্ধ করেছে উয়েফা ডিসিপ্লিনারি রেগুলেশন। স্তাদে দ্বিতীয় লুইসের গ্যালারিতে বার্সা ভক্তদের বিরুদ্ধে নাৎসি প্রতীক নিয়ে উপস্থিত হওয়া ও বর্ণবাদী আচরণের অভিযোগ আনা হয়।

নাৎসিবাদ হচ্ছে এডলফ হিটলার ও তাঁর দল নাৎসি পার্টি কর্তৃক শাসনব্যবস্থা। এ কারণে সার্বিয়ায় আগামী ৭ নভেম্বর সরভেনা জভেদার ম্যাচে বার্সেলোনা সমর্থকদের সমর্থন পাবে না মাঠে।

আগামী এক বছরে একই ঘটনা আবারও দেখা গেলে ইউরোপীয় প্রতিযোগিতায় আরেকটি ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা পাবে বার্সেলোনা। এর আগে গত এপ্রিলে পার্ক দে প্রিন্সেসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিজ সমর্থকদের বর্ণবাদী আচরণ ও নাৎসি স্যালুট দেওয়ার কারণে বার্সাকে ২৫ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares