বন্যাকব‌লিত ৩ জেলায় ৫২ লাখ টাকা দেবে যুক্তরাজ্য

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

বন্যাকব‌লিত ৩ জেলায় ৫২ লাখ টাকা দেবে যুক্তরাজ্য

নোভা মিডিয়া ডেস্ক:

চলমান বন্যায় ১১ জেলায় মোট ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৭ লাখ এক হাজার ২০৪ জন। বর্তমান বন্যায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুইজন।

বন্যা কব‌লিত তিনটি জেলা ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালীর ১২ হাজার মানুষকে সহায়তার জন্য ৩৩ হাজার পাউন্ড (প্রায় ৫২ লাখ টাকা) জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ‌্য সরকার। ঢাকায় ব্রিটিশ হাইক‌মিশন তা‌দের এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পো‌স্টে এ ঘোষণার কথা জানায়। এতে বলা হ‌য়েছে, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ৩৩ হাজার পাউন্ড জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে। এই অর্থ সহায়তা অতীব গুরুত্বপূর্ণ উদ্ধার কার্যক্রম, খাদ্য, নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares