খেলোয়াড় হিসেবে মাঠে খেলতে না পারা হতাশার: শান্ত

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

খেলোয়াড় হিসেবে মাঠে খেলতে না পারা হতাশার: শান্ত

স্পোর্টস ডেস্ক:

কানপুরে প্রথম দিনে ৩৫ ওভার খেলা হলেও দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। শনিবার দুই দল মাঠে যথাসময়ে এলেও বেরসিক বৃষ্টির কারণে এক মিনিটের জন্য তারা মাঠে নামতে পারেননি। খেলতে না পেরে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার বিকেলে টিম হোটেলে গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে মাঠে খেলতে না পারাটা হতাশার।’

প্রথম দিন ৩৫ ওভারের মতো খেলা গড়ালেও এদিন কোনও খেলাই হয়নি। সকালেই হোটেলে ফিরে যায় দুই দল। চা বিরতির আগে স্থানীয় সময় দুপুর ২টা ৪ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আম্পায়াররা যখন সর্বশেষ পর্যবেক্ষণে নামেন তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ৫ দিনের ম্যাচের দেড় দিন এভাবে ভেস্তে যাওয়াতে ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। তারপর বন্ধ হয়ে গেলো। আজ সারাদিন খেলাই হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগতো।’

প্রথম দিন টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। কানপুর টেস্টে শান্ত নিজেদের এগিয়ে রাখলেন, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল আমাদের। এখনও ভালোই আছে। আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেকগুলো ব্যাটার আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারবো। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলবো আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares