বিপিএলে খেলোয়াড় ধরে রাখা ও সরাসরি চুক্তির নীতি নিয়ে ন নানা প্রশ্ন

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

বিপিএলে খেলোয়াড় ধরে রাখা ও সরাসরি চুক্তির নীতি নিয়ে ন নানা প্রশ্ন

স্পোর্টস ডেস্ক:

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে ১৪ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে। বিপিএল নিয়ে প্রাথমিক আলোচনায় এসব বিষয় চূড়ান্ত। কিন্তু অনেক কিছুই আলোচনার বাইরে ছিল। তবে শনিবার মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিল বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় বসার মূল কারণ, সাত ফ্র্যাঞ্চাইজিদের একসঙ্গে বসিয়ে তাদের দাবি দেওয়া জেনে নেওয়া। প্লেয়ার্স ড্রাফটের আট দিন বাকি থাকলেও বিসিবি এখনও খেলোয়াড় রিটেনশন বা ধরে রাখা এবং সরাসরি চুক্তির নীতি ঠিক করতে পারেনি!

শনিবারের সভাতে পুরানো চার দল রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল ছাড়াও নতুন তিন দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকার নতুন মালিকানা পেয়েছে রিমার্ক হারল্যান। প্রথম দুই আসরে চট্টগ্রামের দল চালিয়েছিল এসকিউ স্পোর্টস। তারা আবার ফিরেছে। এছাড়া রাজশাহীর মালিকানায় আছে রূপা গ্রুপ।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares