নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬

সাউথ এশিয়া ডেস্ক:

নেপালে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন হয়েছে। প্রধান সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে যোগাযোগ। ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। কর্মকর্তাদের বরাতে শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

অধিকাংশ মৃত্যুই রাজধানী কাঠমান্ডু উপত্যকায় হয়েছে। সেখানে ৪০ লাখ মানুষের বসবাস। বন্যার কারণে সেখানে যানবাহন চলাচল ও স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানিয়েছেন, বৃষ্টিজনিত দুর্ঘটনায় ৬০ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৬৬ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হিমালয়ের এই দেশটির অধিকাংশ নদীর পানি উপচে তীরবর্তী এলাকার সড়ক, সেতু ও বাড়িঘর প্লাবিত হয়েছে। সেখানে ২০০ মিলিমিটারেরও (৮ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares