ইউক্রেনকে আগেই আরও অস্ত্র দেওয়া উচিত ছিল: সাবেক ন্যাটো প্রধান

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

ইউক্রেনকে আগেই আরও অস্ত্র দেওয়া উচিত ছিল: সাবেক ন্যাটো প্রধান

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের মিত্ররা রাশিয়ার সর্বাত্মক আক্রমণের আগে কিয়েভকে আরও অস্ত্র সরবরাহ করলে যুদ্ধ প্রতিরোধ করা সম্ভব হতো বলে মন্তব্য করেছেন ন্যাটোর সাবেক প্রধান জেন্স স্টলটেনবার্গ। শুক্রবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি কোনও কিছু নিয়ে আমি অনুতপ্ত হই এবং এখন আরও স্পষ্ট দেখতে পাই, তা হলো আমাদের ইউক্রেনকে আরও আগে থেকে সামরিক সহায়তা দেওয়া উচিত ছিল। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ন্যাটোর প্রধান ছিলেন। তিনি বলেন, আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে, আমাদের ইউক্রেনকে আগেই আরও অস্ত্র সরবরাহ করা উচিত ছিল, যুদ্ধ শুরুর আগেই।

২০২২ সালের শুরুর দিকে মস্কোর সর্বাত্মক আক্রমণের আগে ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র পাঠানো নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল। স্টলটেনবার্গ উল্লেখ করেন, অধিকাংশ মিত্র দেশ যুদ্ধ শুরুর আগে এ ধরনের অস্ত্র সরবরাহের বিপক্ষে ছিল… তারা এর ফলাফল নিয়ে ভীত ছিল।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares