তুরস্কে পৌঁছেছেন ব্লিঙ্কেন

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

তুরস্কে পৌঁছেছেন ব্লিঙ্কেন

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্য সফরে গিয়ে মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার (৬ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্যে রওনা হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার রাতে ইস্তাম্বুলে পৌঁছান ব্লিঙ্কেন। ইসরায়েল, পশ্চিম তীরসহ কয়েকটি আরব দেশ সফর করার কথা আছে তাঁর।

গাজায় সংঘাত শুরুর পর এটি মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেনের চতুর্থ সফর। ইসরায়ল-হামাস সংঘাত আঞ্চলিক সংঘাতে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা কমানোর বিষয়ে এই সফরে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং লোহিত সাগর, লেবানন, ইরান ও ইরাকে সম্প্রতি হামলার কারণে আন্তর্জাতিক সমালোচনা বেড়েই চলেছে।

সপ্তাহের শুরুতে ইসরায়েলি হামলায়, বৈরুতে হামাসের উপ প্রধান সালেহ আল-আরৌরির মৃত্যু হয়। এর প্রতিবাদে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ সতর্ক করে বলে তারা ইসরায়েলকে ভয় পায় না।

মঙ্গলবার ওয়াশিংটনে একটি প্রেস ব্রিফিংয়ের সময়, হোয়াইট হাউসের মুখপাত্র এবং কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী অ্যাডমিরাল জন কিরবি সাংবাদিকদের বলেন,
আল-আরৌরির মৃত্যুতে কাউকে চোখের পানি ফেলা উচিত নয়।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares