আকরিক লোহার বড় দরপতন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪

আকরিক লোহার বড় দরপতন

 

অর্থনীতি ডেস্ক:

আকরিক লোহার দাম গত ৫ দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। অবশেষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ ধাতুটির বড় দরপতন ঘটেছে। বিশ্বের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও নাসডাকের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে দীর্ঘদিন বাজার বন্ধ ছিল। এসময়ে আকরিক লোহার মজুত বেড়েছে। সেই সঙ্গে ইস্পাতের চাহিদা হ্রাস পেয়েছে। ফলে ছুটি শেষে খোলার পর শক্ত ধাতুটির বাজার চাপে পড়েছে। পাশাপাশি বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে লৌহ আকরিকের দর কমেছে।

আলোচ্য কর্মদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৯৫১ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১৩২ ডলার ২০ সেন্ট।

একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে বেঞ্চমার্ক আকরিক লোহার দর হ্রাস পেয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। মেট্রিক টনপ্রতি মূল্য স্থির হয়েছে ১২৭ ডলার ৪৫ সেন্টে। বিদায়ী জানুয়ারিতে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রে উৎপাদন খরচ বেড়েছে। ফলে শিগগিরই দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা উবে গেছে। তাই শক্ত ধাতুটির দরপতন ঘটেছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিনোস্টিলের বিশ্লেষক চেঙ পেঙ বলেন, আলোচিত দিনে আকরিক লোহার দরে বড় পতন হয়েছে। হঠাৎ এমনটা হবে তা কখনও ভাবিনি। এটা আমার প্রত্যাশার বাইরে ছিল। আমরা ভেবেছিলাম এদিন দাম বাড়বে। ইতোমধ্যে কয়লার মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। ধাতুটির দর নিম্নগামিতার অন্যতম কারণও এটি হতে পারে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares