সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে কয়েকটি বন্দুক সহিংসতায় নিহত ৫

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৩

সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে কয়েকটি বন্দুক সহিংসতায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :
এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ৯টি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৫৬ জন।

মঙ্গলবার ১ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বন্দুক সহিংসতা ট্র্যাক করে এমন একটি জাতীয় ওয়েবসাইট থেকে এসব তথ্য সংগ্রহ করেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সহিংসতা পার্টিতে, নাইটক্লাবে এবং কনভেনিয়েন্স স্টোরের বাইরে ঘটে। এছাড়াও এক সম্প্রদায়ের মিটিংয়েও বন্দুক সহিংসতার ঘটনা ঘটে, যেখানে চারজনের মৃত্যু হয়।

ওয়েব সূত্রে জানা যায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত চলতি বছরেই শুধু এমন ঘটনা ঘটেছে ৪১৯টি। যা ২০১৯ সালের বছরব্যাপী মোট সহিংসতার সংখ্যাকে পিছনে পেলেছে। অথচ চলতি বছরের এখনও পাঁচ মাস বাকি রয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছর প্রতিদিন গড়ে দু’টি গণ গুলির ঘটনা ঘটেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা কিছুটা কমেছিল। ২০২২ সালে মোট ৬৪৭টি ঘটনা ঘটে, যা ২০২১ সালে ছিল ৬৯০টি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares