কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ সেনা নিহত

প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সংঘর্ষে তিন সেনাসদস্য নিহত হয়েছে। হ্যালান বনাঞ্চলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় অভিযান শুরু হয়। এটি ছিল সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সেনাসদস্যদের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে বিপরীত দিক থেকে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। এই বন্দুকযুদ্ধে তিন সেনাসদস্য নিহত হয়। এক টুইট বার্তায় ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনও অভিযান চলছে।

টুইট বার্তায় আরও জানানো হয়, কুলগামের হালানের উচ্চ সীমানায় সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে অভিযান শুরু হয়। অভিজানের এক পর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ভারতীয় সেনা তার তিন সদস্য হারিয়েছে। তবে এখনও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। সেই এলাকায় আরও শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল এবং মে মাসে, পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুটি পৃথক আক্রমণে পাঁচজন এলিট কমান্ডোসহ ১০ জন সেনা সৈন্য নিহত হয়েছিল।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares