নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টার দায়ে অভিযুক্ত ট্রাম্প

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টার দায়ে অভিযুক্ত ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক :

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে পরাজয়ের ফল পাল্টানোর চেষ্টার দায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা দায়ের করা হলো।

স্থানীয় সময় সোমবার জর্জিয়ার একটি গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ ১৯ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র জারি করে। খবর বিবিসির।

ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রথম তদন্ত শুরু করেছিলেন জর্জিয়ার প্রসিকিউটর ফানি উইলিস।

সোমবার প্রকাশিত ৯৮ পৃষ্ঠার অভিযোগপত্রে সংশ্লিষ্ট ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ তালিকাভুক্ত করা হয়েছে।

যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

জর্জিয়ার প্রসিকিউটর ফানি উইলিস
এদিকে উইলিস জানিয়েছেন, তিনি ২৫ আগস্ট দুপুরের মধ্যে অভিযুক্তদের স্বেচ্ছায় আত্মসমর্পণের সুযোগ দিচ্ছেন। একসাথে ১৯ অভিযুক্তের বিচার করার পরিকল্পনা করছেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ‘সজ্ঞানে এবং ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের পক্ষে নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পরিবর্তন করার ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন।’

সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগ প্রমাণ হলে ট্রাম্পসহ বাকিদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares