কৌশলগত সম্পর্ক আরো দৃঢ় করবে রাশিয়া

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

কৌশলগত সম্পর্ক আরো দৃঢ় করবে রাশিয়া

অনলাইন ডেস্ক:

উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে অভিনন্দন বার্তা পাঠান পুতিন।

এতে উত্তর কোরিয়ার জনসাধারণের প্রতি শুভেচ্ছা জানিয়ে নিজের মনোভাব তুলে ধরেন পুতিন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে রুশ বার্তাসংস্থা তাস।

বার্তায় পুতিন বলেন, ‘যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা ধীরে ধীরে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে থাকব’।

পুতিন আরো বলেন, ‘এটি নিঃসন্দেহে, আমাদের জনগণের মূল স্বার্থ পূরণ করবে। এছাড়া এই উদ্যোগ কোরীয় উপদ্বীপে এবং সাধারণভাবে উত্তর-পূর্ব এশীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে’।

 

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares