তারুণ্যের বিজয় উদ্‌যাপনে ‘গণজোয়ার’ কনসার্ট

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪

তারুণ্যের বিজয় উদ্‌যাপনে ‘গণজোয়ার’ কনসার্ট

বিনোদন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকার পতন, বন্যা পরিস্থিতি—সবকিছু মিলিয়ে শোবিজ অঙ্গন স্থবির হয়ে পড়লেও স্টেজে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডগুলো। বন্যার্তদের সহায়তায় একের পর এক কনসার্ট করেছে তারা। এবার তারুণ্যের বিজয় উদ্‌যাপনে আয়োজন করা হয়েছে কনসার্ট। গণজোয়ার শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলেন তরুণেরা। তাঁদের নেতৃত্বেই ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তারুণ্যের এই বিজয় উদ্‌যাপনে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘গণজোয়ার’, এমনটাই জানানো হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবালের পক্ষ থেকে। গণজোয়ার কনসার্টে অংশ নেবে দেশের ছয়টি ব্যান্ড। পারফর্ম করবে ব্যান্ড নেমেসিস, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, কনক্লুশন এবং এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং।

কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। দর্শকদের জন্য গেট খোলা হবে বেলা ৩টায়। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে ছাড়া হয়েছে টিকিট। দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ (সিঙ্গেল) ও ১০০০ টাকা (কাপল)। গণজোয়ার কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবালের ফাউন্ডার ও সিইও উৎস বলেন, ‘ম্যাভিক্স সব সময় তারুণ্য নিয়ে কাজ করে। যেখানে তরুণরা, সেখানেই আমরা। এবারের যে বিজয় এল, এটার কেন্দ্রেও কিন্তু তরুণরাই ছিলেন। তাঁদের নেতৃত্বেই ছাত্র-জনতার গণজোয়ার সৃষ্টি হয়েছিল। আগামীর বাংলাদেশও তরুণদের। সেই জায়গা থেকে কনসার্টের নাম দেওয়া হয়েছে গণজোয়ার।’

কেমন সাড়া পাওয়া যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে উৎস বলেন, ‘অগ্রিম টিকিট ছাড়ার পর থেকে ভালো সাড়া পাচ্ছি। তবে আমরা একটি কোয়ালিটিফুল কনসার্ট আয়োজন করতে চাই। দেড় হাজারের মতো দর্শক নিয়েই আয়োজনটি করার ইচ্ছা।’

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares