মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৪

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৪

নোভা মিডিয়া ডেস্ক:

মিয়ানমারে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বন্যায় দেশব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও ৮৯ জন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে এই বন্যা শুরু হয়। এটি এশিয়ার এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে দেখা দিয়েছে। একই ঝড়ে ভিয়েতনাম ও থাইল্যান্ডে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং এসব দেশের শহরগুলো নদীর পানি বেড়ে তলিয়ে গেছে। মিয়ানমারে বন্যার শুরু হয়েছিল গত সোমবার এবং শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার অস্থিরতায় ভুগছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘাত ও সহিংসতা বিরাজ করছে।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares