১৮ হাজার ফুট উঁচু থেকে জাম্প দিয়ে ব্রিটিশ নাগরিকের রেকর্ড

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

১৮ হাজার ফুট উঁচু থেকে জাম্প দিয়ে ব্রিটিশ নাগরিকের রেকর্ড

লন্ডন ডেস্ক:

হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ থেকে স্কি-জাম্প করে নতুন গিনেস রেকর্ড গড়েছেন ৩৪ বছর বয়সি ব্রিটিশ নাগরিক জশুয়া ব্রেগমেন। ১৮ হাজার ৭৫৩ ফুট উঁচু পর্বতশৃঙ্গ থেকে স্কি-জাম্প করে পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এর আগে ফ্রান্সের ম্যাথিয়াস জিরোর ২০১৯ সালে ১৪ হাজার ৩০১ ফুট উঁচু থেকে স্কি করে রেকর্ড গড়েছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে শুক্রবার এ রেকর্ড উল্লেখ করা হয়।

জশুয়া ব্রেগমেন নতুন এই রেকর্ড গড়তে নিজের দলের সঙ্গে দুই সপ্তাহের বেশি সময় প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে রয়েছে পর্বতারোহণ, ঝাঁপ দেওয়ার জায়গায় স্কি করে নেওয়া, একেবারে উঁচু জায়গায় ক্যাম্প বানিয়ে অবস্থান করা ও স্কি করার পথে থাকা আবর্জনা পরিষ্কার করা।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares