দাবানলে বিপর্যস্ত কানাডা, এক প্রদেশে জরুরি অবস্থা জারি

প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

দাবানলে বিপর্যস্ত কানাডা, এক প্রদেশে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার পশ্চিমাঞ্চলে বিধ্বংসী দাবানল ছড়িয়ে পড়ায় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরইমধ্যে পশ্চিম কেলোনা শহরের আশেপাশের এলাকায় আরও বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‘ম্যাকডুগাল ক্রিক’ নামের এই দাবানল শেষ ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ছয় হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবি বলেন, পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে এবং আমরা সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি।

দাবানলের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এদিকে আরেকটি ভয়াবহ দাবানলের কারণে কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলের অন্তত ২২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কানাডার ফেডারেল টেরিটরির রাজধানী ইয়েলোনাইফ ফাঁকা করার ঘোষণার পর, আনুষ্ঠানিক সময়সীমা এরইমধ্যে শেষ হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম কেলোনার উত্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট বাহিনী। আহতদের উদ্ধার নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares