বিনা দোষে ১৮ বছরের জেল, ক্ষতিপূরণ হিসেবে পাবেন ৩০ লাখ ডলার

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

বিনা দোষে ১৮ বছরের জেল, ক্ষতিপূরণ হিসেবে পাবেন ৩০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক:

হত্যার দায়ে এক ব্যক্তি ১৮ বছরের জেল খাটেন। কিন্তু পরবর্তীতে জানা যায় তিনি নির্দোষ। নিউজিল্যান্ডে এ ঘটনা ঘটার পর ওই ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের

১৯৮৬ সালে নিউজিল্যান্ডে অকল্যান্ডে একটি বাড়িতে এক ব্যক্তিতে ছুরিকাঘাতে হত্যার দায়ে অ্যালেন হলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

পরে তদন্ত করে জানা গেছে ওই হত্যাকাণ্ডে অ্যালেন হক জড়িত না। তবে সে সময়ে হত্যাকারীর সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছিল তাতে হলকে সন্দেহ করা হয়।

পরে ১৯৯৪ সালে হলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর ২০১২ সালে তাকে আবার জেলে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা বিবেচনা করে গত বছর মুক্তি দেওয়া হয়।

নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্ট এই রায়কে ভুল বলে উল্লেখ করেছেন। ফলে এ ভুলের দায়ে ওই ব্যক্তিকে ৩০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশনাও দিয়েছেন।

ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার দিন শেষ!
নগদ অর্থ নেই, তাই চাচাকে ছাড়িয়ে নিতে নিজের পালিত মুরগি উকিলকে দিলেন ভাতিজা
বিহারে সাংবাদিককে গুলি করে হত্যা!
এমন ভুলের জন্য নিউজিল্যান্ড সরকার ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছেন।

অ্যালেন হলের পরিবার জানিয়েছে, যখন অ্যালেনকে গ্রেপ্তার করা হয় তখন তার বয়স ছিল ২৪ বছর। এখন তার বয়স ৬১ বছর

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares