গ্রেপ্তার আতঙ্কে জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না পুতিন

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩

গ্রেপ্তার আতঙ্কে জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৫ আগস্ট) এ তথ্য জানায় ক্রেমলিন। আগামী সেপ্টেম্বরে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর রয়টার্সের

বিদেশ ভ্রমণে পুতিনের ঝুঁকি রয়েছে। তাই তিনি এ সম্মেলনে অংশ নিবেন না। ইউক্রেন হামলার ফলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে শুরু থেকেই ক্রেমলিন আইসিসি’র এ অভিযোগ অস্বীকার করে আসছে।

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও যোগ দেয়নি পুতিন। তিনি ভিডিও লিংকের মাধ্যমে এতে যুক্ত হন।

এদিকে ভারতের কাশ্মিরে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছে না আরও চারটি দেশ। এর মধ্যে রয়েছে-চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরব।

চীন আগেই জানিয়েছিল কাশ্মীরে আয়োজিত কোনো বৈঠকে তারা অংশ নেবে না। শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধি সরিয়ে নেয় তারা। এর আগে অরুণাচলের বৈঠকে যোগ দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছিল চীন। এরপর একে একে আরো তিনটি দেশ কাশ্মীরের বৈঠকে যোগ দিতে অস্বীকার করে।

২২ থেকে ২৪ মে পর্যন্ত জি-২০ প্রস্তুতি বৈঠকের আয়োজন হয় কাশ্মীরের শ্রীনগরে। চীনের পর তুরস্ক জানায় তারা এই বৈঠকে যোগ দেবে না। এরপর সৌদি আরব এবং মিশরও কাশ্মীরের সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে। এবিষয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে ভারতীয় প্রতিনিধি মেজাজ হারান বলেও অভিযোগ উঠেছে। এক ফরাসি সাংবাদিক এবিষয়ে প্রশ্ন করেছিলেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares