জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত সুচি

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত সুচি

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সুচির ছেলে কিম অ্যারিস বলেছেন, তার মাকে জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। দেশটির সামরিক জান্তা সরকার কারা কর্তৃপক্ষের ‘জরুরি সেবা’র অনুরোধে কোন সাড়া জানায়নি।

বিবিসি জানিয়েছে, ৭৮ বছর বয়সী সুচি প্রচণ্ড দাঁতের ব্যথায় ভুগছেন যার ফলে তিনি খাবার খেতে পারছেন না।

কিম বলেছেন, তার মা বমি করছেন এবং তিনি গুরুত্বর অসুস্থ। তিনি বলেন, কোন অসুস্থ বন্দীকে সুপারিশকৃত চিকিৎসা সেবা নিতে না দেওয়া খুবই নির্মম ও নিষ্ঠুর। যার এমন বেদনাদায়ক মাড়ির রোগ আছে সে স্পষ্টতই খেতে পারে না যদি উপযুক্ত চিকিৎসা না দেওয়া হয়। তার স্বাস্থ্য খুবই ঝুঁকিতে রয়েছে।

তবে একজন সামরিক মুখপাত্র বলেছেন, তিনি সুস্থ আছেন এবং সামরিক ও বেসামরিক উভয় ডাক্তারদের কাছ থেকে নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন।

মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচি ২০২১ সালে দেশটিতে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বন্দী অবস্থায় ছিলেন। নোবেল বিজয়ী এই নেত্রীকে গত জুলাই মাসের শেষের দিকে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares