লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, বিক্ষোভে অন্তত এক লাখ মানুষ অংশ নেন। খবর বিবিসি

বিক্ষোভকারীরা প্রথমে মার্বেল আর্চের সামনে জড়ো হন। এ সময় তাদের হাতে ‘মুক্ত ফিলিস্তিন চাই’ ও ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এ বিক্ষোভের সহ-আয়োজক।

ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এ সময় পুরো এলাকা যেন জনসমুদ্র পরিণত হয়। চারদিকে অনবরত একটি স্লোগান ভেসে বেড়াচ্ছিল, ‘ফিলিস্তিন মুক্ত হবে।’

লন্ডনে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিকাণ্ডসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করায় তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গাজাকে অবরুদ্ধে করে হামলা চালানোর দুই সপ্তাহ পর ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। মিশর সীমান্তে অবস্থান করা ২০টি খাদ্যবাহী ট্রাক গাজায় প্রবেশ করে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এতে দেশটির ১৪০০ নাগরিক নিহত হয়। ওই হামলার প্রেক্ষিতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে প্রায় ৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বেশ কয়েকটি আরব দেশে ফিলিস্তিনের ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares