চতুর্থ দিনের প্রথম ভাগে আপিলে প্রার্থিতা ফিরল ২৫ জনের

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩

চতুর্থ দিনের প্রথম ভাগে আপিলে প্রার্থিতা ফিরল ২৫ জনের

অনরাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুনানির চতুর্থ দিনের প্রথম ভাগে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৫ জন।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৫৯টি আপিল শুনানি হয়।

শুনাতিতে ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়েছে। একজন প্রার্থিতা হারিয়েছেন এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত আছে।

আজ ২৬টি আপিল মঞ্জুর করে কমিশন। এর মধ্যে একটি আপিল ছিল রিটার্নিং অফিসারের ঘোষণা করা বৈধ প্রার্থীর বিরুদ্ধে। ওই আপিল মঞ্জুর করেন কমিশন। ফলে, যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হকের (বাবুল) মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে কমিশন। ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের আরেক প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল।

শুনানির প্রথম দিন গত রোববার ৫৬ জন, দ্বিতীয় দিন গত সোমবার ৫১ জন এবং তৃতীয় দিন মঙ্গলবার ৬১ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ৭৩১টি। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৬১টি আপিল আবেদন জমা পড়ে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি চলবে।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares