বিএনপির ভুলতথ্যের ফাঁদে জাতিসংঘ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

বিএনপির ভুলতথ্যের ফাঁদে জাতিসংঘ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের

 

জাতীয় ডেস্ক:
বিএনপি দেশবাসীকে যেভাবে ভুলতথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সেই ফাঁদে পরেছে জাতিসংঘ। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে এ দাবি করা হয়।

এতে আরও বলা হয়, জাতিসংঘের বিবৃতিতে ‘মুখোশধারী ব্যক্তিরা’ ক্ষমতাসীন দলের সমর্থক বক্তব্যকে প্রত্যাখান করে বাংলাদেশ। বর্তমান সরকার সুষ্ঠু অবাধ নির্বাচনে বদ্ধ পরিকর। যেখানে প্রতিফলিত হবে জনগণের মতামত। সরকার সে লক্ষে কাজ করছে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক সংস্থা। যারা আগামী সাধারণ নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেয়। ফলে এ বিষয়ে নির্বাচন কমিশন বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমকেও আমন্ত্রণ জানিয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ