অনলাইনে বিজনেস চলছে পুলিশের

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

অনলাইনে বিজনেস চলছে পুলিশের

অনলাইন নিউজ ডেস্ক:

অনলাইনে মেয়েরা লাইভ করে থাকে সেখানে কেউ পরিবার চালায় কেউ আবার ইস্কুলের খরচ চালায় এবং কেউ হাতের খরচ তুলে,

এরকম কিছু মানুষ সেখানে কাজ করে অনেক প্ররিশ্রম করে,  লাইভের সামনে থাকতে হয়, টার্গেট অনেক টাকা খরচ করে তার পর ঘন্টা টাইম অনেক কষ্ট করে তারা সেখানে ফিলাপ করে অনেক লোকের কথা শুনতে হয় অনেক খারাপ ভাষায় কথা শুনতে হয়, কিন্তু কিছু খারাপ মানুষ আছে সেখানেও আছে, যেমন রাস্তা কুকুর থাকে তেমন কিছু অসোব্ব লোক আছে, মোঃ মোহাম্মদুল হোসেন ( আইডি নং ২৩৩৯২)  পুলিশের পরিচয় দিয়ে সে এজেন্সি নিয়েছে এবং মেয়েদের টার্গেট করাতো ২০ লাখ ৩০ লাখ ১ কোটি এরকম করে কয়েন গিফটিং হতো মেয়েদের সেলারি যখন আসবে তখন নানা বিষয় দেখায় এডমিন না কি টাকা নিয়ে গেছে, এবং কিছু সেলারি দিতো বাকি করে এরকম অনেক টাকা জমিয়ে রাখছে সে টাকা নিয়ে সে অনেক টাকা আটকিয়ে রাখছে,  মেয়েরা কান্না করছে এবং এর কাছে তার কাছে শুধু বলছে আমাদের টাকা নিয়ে গেছে

প্রসাশন কি দেখছেন না যে এরকম মানুষ অনেক মেয়েদের খতি করছে।

মঙ্গলবার ( ১৪ নভেম্বর)  নোভা মিডিয়া সিলেট কাছে এখবর দিয়েছেন শিউলী আক্তার,  তিনি বলেন যে এরকম মানুষ কে প্রাসাশনের কাছে আবেদন করার জন্য ঐই সব পুলিশের নামে ভালো কোন এক্সন নেওয়ার জন্য।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।