প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

অনলাইন নিউজ ডেস্ক:

চলিত দিবসের সঙ্গে দিন দিন উদ্ভব হচ্ছে বিচিত্র কিছু দিবস। সোশ্যাল মিডিয়ার এই যুগে যা ছড়িয়ে পড়ছে প্রতিনিয়তই।২০১৮ সাল থেকে যাত্রা শুরু। আন্তর্জাতিকভাবে সব দেশে স্বীকৃত না হলেও সাম্প্রতিক সময়ে ১৭ অক্টোবর-এ দিবসটি এলে আলোচনায় থাকে। যার চর্চা বেশি লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ।
সর্বশেষ খবর পেতে ঢাকা প্রকাশের গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

সবার জীবনেই প্রেম আসে। কিন্তু প্রেম করে সবাই সফল হয় না। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সংখ্যাই বেশি। আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনের প্রতি অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ আর প্রবল ঘৃণা।হোক সেটা প্রেমিক–প্রেমিকা কিংবা স্বামী–স্ত্রীর সম্পর্ক।

সময়ের সঙ্গে হয়তো সম্পর্ক আর আগের মতো থাকে না। নানা কারণে তৈরি হয় বৈরিতা। বহুদিনের চেনা ভালোবাসার মানুষকেও তখন অচেনা লাগে। অনেকেরই আবার প্রাক্তনের প্রতি রাগ, ক্ষোভ, অভিমান কিংবা প্রতিহিংসা রয়ে যায়।
আরও পড়ুন

তবে আজ আপনি চাইলে সমস্ত অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলতে পারেন। প্রাক্তনকে ক্ষমা করে দিতে পারেন।প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।