নেপালে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

নেপালে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

অনলাইন নিউজ ডেস্ক:

নেপালে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

অপরদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স প্ল্যাটফর্মে লিখেছে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। দিল্লিসহ আশপাশের শহরগুলোতেও ভূকম্পন অনুভূত হয়েছে।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।